রংপুর , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ছেলের হাতে বাবা খুন

  • Reporter Name
  • প্রকাশিত : ২১ ঘন্টা আগে
  • ১৭ বার পাঠ করা হয়েছে

 

রংপুরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় নিজের ছেলের হাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর আনুমানিক ১টা ০০ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লুলু মিয়া (৫০)। তিনি মহেশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নুরল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত ছেলে মাসুদ নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
About Author Information

রংপুরে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত : ২১ ঘন্টা আগে

 

রংপুরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় নিজের ছেলের হাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর আনুমানিক ১টা ০০ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লুলু মিয়া (৫০)। তিনি মহেশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নুরল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত ছেলে মাসুদ নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।