বেরোবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর -এ বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর, ২০২৫) সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় দিবসের মূল অনুষ্ঠানিকতা। এরপর সকাল ১০টায় প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বাদ্যের তালে তালে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাডেট কলেজ মোড় ঘুরে স্বাধীনতা স্মারক চত্বরে এসে শেষ হয়।
স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য।
দিবসটি উপলক্ষে বিকেলে উপাচার্য বাসভবন সংলগ্ন মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছাত্তার, আলোচক হিসেবে গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন রংপুর গ্রুপের পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার।
আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও বুদ্ধিজীবী দিবসের বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় কনসার্টসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও আতশবাজির প্রর্দশন করা হয়। দুপুরে বিজয় দিবস উপলক্ষে ১ নম্বর খেলার মাঠে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বাদ আসর কেন্দ্রিয় মসজিদে বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থাপনা আলোকসজ্জ্বা করা হয়। এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত রংপুরের পীরগঞ্জ উপজেলায় অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Reporter Name 



















