নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় অনিয়ম, দুর্নীতি ও সাধারণ নাগরিকদের হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একযোগে দেশের ১৩টি জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে।
গতকাল সোমবার সকাল থেকে এসব অভিযান শুরু হয় বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম।
তিনি বলেন, “জেলা পর্যায়ে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এনআইডি প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালিত হচ্ছে।”
দুদকের দল রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলা নির্বাচন অফিসে একযোগে অভিযান চালায়।
প্রতিটি জেলায় দুদকের আঞ্চলিক কার্যালয় থেকে গঠিত টিম সংশ্লিষ্ট নির্বাচন অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে।
দুদক সূত্রে জানা গেছে, এনআইডি সংশোধন বা নতুন করে তুলতে গিয়ে সাধারণ মানুষকে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে দ্রুত সেবা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়াও, একাধিক জায়গায় এনআইডি তথ্য ইচ্ছাকৃতভাবে ভুল এন্ট্রি কিংবা বিলম্বে হালনাগাদ করার প্রমাণও পাওয়া গেছে।
প্রাথমিকভাবে এই অভিযান পর্যবেক্ষণমূলক হলেও ভবিষ্যতে অনুসন্ধান ও মামলার পর্বেও গড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দুদক।