জাতীয় পার্টি রংপুর মহানগরীর ২৮নং ওয়ার্ড শাখার ৫১সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রংপুর কলেজিয়েক্ট স্কুল ও কলেজ মাঠে এক সম্মেলনের মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও মহানগর যূগ্ম সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
জাতীয় পার্টি রংপুর মহানগরীর ২৮নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি হযরত আলী মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টি রংপুর মহানগরীর ২৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটু।
সম্মেলন শেষে নুর ইসলাম কে সভাপতি, সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটুকে সাধারণ সম্পাদক ও মোঃ রানাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন জাতীয় পার্টি রংপুর মহানগরীর ২৮নং ওয়ার্ড শাখার ৫১সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
Leave a Reply