জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর জেলা ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৭ মার্চ) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রংপুরে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহিদী হাসান রনি।
এর পরে রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহিদী হাসান রনি এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি দলীয় কার্যালয় থেকে বেড়িয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিসি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যালেএসে শেষ হয়। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর এই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ছাত্রলীগনেতৃবৃন্দ। এসময় রংপুর জেলা ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply