রংপুর , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে অসহায়ের মুখে হাসি ফোটালেন গোপাল গুপ্ত

  • Reporter Name
  • প্রকাশিত : ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৮ বার পাঠ করা হয়েছে

জন্মদিনে অসহায়ের মুখে হাসি ফোটালেন গোপাল গুপ্ত

জন্মদিনে অসহায়ের মুখে হাসি ফোটালেন গোপাল গুপ্ত

নিজের জন্মদিনকে জাঁকজমক নয়, মানবিকতার মাধ্যমে স্মরণীয় করে রাখলেন দিনাজপুরের এক কিশোর। অসহায় ও প্রতিবন্ধী ভিক্ষুকের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে গোপাল গুপ্ত ও তার পরিবার।

দিনাজপুরের স্বনামধন্য গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্তের একমাত্র ছেলে গোপাল গুপ্তর আজ জন্মদিন। তবে অন্যদের মতো কেক কাটা বা উৎসবে মেতে ওঠেননি তিনি। গোপাল গুপ্তর ইচ্ছা ছিল—নিজের জন্মদিনটি উদযাপন করবেন অসহায় ও প্রতিবন্ধী ভিক্ষুক ওমর আলীর পরিবারের পাশে দাঁড়িয়ে।

ছেলের এই মানবিক আবদার রক্ষায় মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ কুমার গুপ্ত উপস্থিত হন অসুস্থ প্রতিবন্ধী ওমর আলীর বাড়িতে। সেখানে তারা চাল, ডাল, তরিতরকারিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন। সহযোগিতা পেয়ে আবেগে ভেঙে পড়েন প্রতিবন্ধী ওমর আলী ও তার পরিবার। তাদের চোখের জলেই যেন ধরা পড়ে এই মানবিক উদ্যোগের গভীরতা।

আনন্দ কুমার গুপ্ত বলেন, “আমার ছেলে কখনোই চায়নি জন্মদিনে কোনো আয়োজন হোক। ওর ইচ্ছা ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। একজন বাবা হিসেবে আমি ছেলের এই মানবিক চিন্তায় গর্বিত।”

ওমর আলীর স্ত্রী (আঞ্জ আরা) বলেন, “আমরা খুব অসহায় মানুষ। আজ যেভাবে তারা আমাদের পাশে দাঁড়ালেন, আল্লাহ তাদের ভালো করুক। আমাদের চোখে পানি চলে আসছে।”
গোপাল গুপ্ত বোন স্নেহা গুপ্ত বলেন “আমরা চাইনি আমার জন্মদিনে কোনো আনন্দ-উল্লাস হোক। যদি আমার জন্মদিনে কাউকে একটু হলেও সাহায্য করা যায়, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”

নিজের জন্মদিনকে আত্মকেন্দ্রিক আনন্দে নয়, বরং মানবিকতার আলোয় উদযাপন করে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপাল গুপ্ত। তার এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।

About Author Information

জন্মদিনে অসহায়ের মুখে হাসি ফোটালেন গোপাল গুপ্ত

প্রকাশিত : ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

জন্মদিনে অসহায়ের মুখে হাসি ফোটালেন গোপাল গুপ্ত

নিজের জন্মদিনকে জাঁকজমক নয়, মানবিকতার মাধ্যমে স্মরণীয় করে রাখলেন দিনাজপুরের এক কিশোর। অসহায় ও প্রতিবন্ধী ভিক্ষুকের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে গোপাল গুপ্ত ও তার পরিবার।

দিনাজপুরের স্বনামধন্য গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্তের একমাত্র ছেলে গোপাল গুপ্তর আজ জন্মদিন। তবে অন্যদের মতো কেক কাটা বা উৎসবে মেতে ওঠেননি তিনি। গোপাল গুপ্তর ইচ্ছা ছিল—নিজের জন্মদিনটি উদযাপন করবেন অসহায় ও প্রতিবন্ধী ভিক্ষুক ওমর আলীর পরিবারের পাশে দাঁড়িয়ে।

ছেলের এই মানবিক আবদার রক্ষায় মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ কুমার গুপ্ত উপস্থিত হন অসুস্থ প্রতিবন্ধী ওমর আলীর বাড়িতে। সেখানে তারা চাল, ডাল, তরিতরকারিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন। সহযোগিতা পেয়ে আবেগে ভেঙে পড়েন প্রতিবন্ধী ওমর আলী ও তার পরিবার। তাদের চোখের জলেই যেন ধরা পড়ে এই মানবিক উদ্যোগের গভীরতা।

আনন্দ কুমার গুপ্ত বলেন, “আমার ছেলে কখনোই চায়নি জন্মদিনে কোনো আয়োজন হোক। ওর ইচ্ছা ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। একজন বাবা হিসেবে আমি ছেলের এই মানবিক চিন্তায় গর্বিত।”

ওমর আলীর স্ত্রী (আঞ্জ আরা) বলেন, “আমরা খুব অসহায় মানুষ। আজ যেভাবে তারা আমাদের পাশে দাঁড়ালেন, আল্লাহ তাদের ভালো করুক। আমাদের চোখে পানি চলে আসছে।”
গোপাল গুপ্ত বোন স্নেহা গুপ্ত বলেন “আমরা চাইনি আমার জন্মদিনে কোনো আনন্দ-উল্লাস হোক। যদি আমার জন্মদিনে কাউকে একটু হলেও সাহায্য করা যায়, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”

নিজের জন্মদিনকে আত্মকেন্দ্রিক আনন্দে নয়, বরং মানবিকতার আলোয় উদযাপন করে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপাল গুপ্ত। তার এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।