রংপুর , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন

  • Reporter Name
  • প্রকাশিত : ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৭ বার পাঠ করা হয়েছে

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস‌্য মোতায়েন, চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার

সীমান্ত সুরক্ষা জোরদার ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে হাকিমপুর (হিলি), বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর সদর, চিরিরবন্দর, বোচাগঞ্জ ও বিরল—এই মোট ৭টি উপজেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। এসব উপজেলার সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদককারবারীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে কোনোভাবেই যেন সন্ত্রাসীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে না পারে—এ লক্ষ্যেই বিজিবি তাদের নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছে।

এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সম্প্রতি ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ যেন দেশে প্রবেশ করতে না পারে—সে বিষয়েও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এম. জাবের বিন জব্বার জানান, সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

About Author Information

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন

প্রকাশিত : ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস‌্য মোতায়েন, চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার

সীমান্ত সুরক্ষা জোরদার ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে হাকিমপুর (হিলি), বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর সদর, চিরিরবন্দর, বোচাগঞ্জ ও বিরল—এই মোট ৭টি উপজেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। এসব উপজেলার সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদককারবারীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে কোনোভাবেই যেন সন্ত্রাসীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে না পারে—এ লক্ষ্যেই বিজিবি তাদের নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছে।

এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সম্প্রতি ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ যেন দেশে প্রবেশ করতে না পারে—সে বিষয়েও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এম. জাবের বিন জব্বার জানান, সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।