দিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত। দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের বিএনপি‘র মনোনিত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জমান এর সাথে ফুলবাড়ীতে কর্মরত সাংবাদিকদের মতবিনিমিয় অনুষ্ঠিত হয়েছে।
গত (১৩ ডিসেম্বর) শনিবার দুপুর ১২টায় উপজেলার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, সকল লোভ লালসার উর্দ্ধে ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবো। এই জনপদের মানুষ যাতে ন্যাযতার ভিত্তিতে, সম্যতার ভিত্তিতে তাদের অধিকার নিয়ে জীবন যাপন করতে পারে সেটাই আমার লক্ষ্য। এছাড়াও সাংবাদিকদের নানা ধরনের প্রশ্নের উত্তরে তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দেন এবং ফুলবাড়ী-পার্বতীপুর উন্নয়নে ধানের শীষে ভোট চান তিনি।
মতবিনিময়ে ফুলবাড়ী রিপোটার্স ইউনিটি,ফুলবাড়ী প্রেসক্লাব,ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Reporter Name 

























