রংপুর , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে গৃহবধূ হত্যা: র‌্যাবের অভিযানে স্বামী আটক

  • Reporter Name
  • প্রকাশিত : ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৪৭ বার পাঠ করা হয়েছে

আটোয়ারীতে গৃহবধূ হত্যা: র‌্যাবের অভিযানে স্বামী আটক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় যৌতুকের দাবীতে গৃহবধূ আমিনা আক্তার রত্না (২০) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ও র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন বকসিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আলতাফ হোসেন (৩২) পঞ্চগড় জেলার আটোয়ারী থানার ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা গ্রামের মোঃ ফারাজুল ইসলামের পুত্র।এজাহার সূত্রে জানা যায়, বিবাহের পর থেকেই আলতাফসহ পরিবারের সদস্যরা রত্নার কাছে যৌতুকের দাবি করে আসছিল। দাবিকৃত যৌতুক না পেয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনও চালানো হয়। এর ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর রাত ৮টার দিকে নিজেদের বসতবাড়ীতে লোহার হাতুড়ি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে রত্নাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে কৌশলে নিহতকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ঘটনা জানতে পেরে ২৪ নভেম্বর আটোয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক)/৩০ ধারায় মামলা করেন। মামলার নং-০৮।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ব্যাপক প্রচার পায়। গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে অভিযানে নামে।গ্রেফতারের পর আলতাফকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব আরও জানায়, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ সমাজবিরোধী অপরাধ দমনে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

About Author Information

আটোয়ারীতে গৃহবধূ হত্যা: র‌্যাবের অভিযানে স্বামী আটক

প্রকাশিত : ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় যৌতুকের দাবীতে গৃহবধূ আমিনা আক্তার রত্না (২০) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ও র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন বকসিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আলতাফ হোসেন (৩২) পঞ্চগড় জেলার আটোয়ারী থানার ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা গ্রামের মোঃ ফারাজুল ইসলামের পুত্র।এজাহার সূত্রে জানা যায়, বিবাহের পর থেকেই আলতাফসহ পরিবারের সদস্যরা রত্নার কাছে যৌতুকের দাবি করে আসছিল। দাবিকৃত যৌতুক না পেয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনও চালানো হয়। এর ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর রাত ৮টার দিকে নিজেদের বসতবাড়ীতে লোহার হাতুড়ি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে রত্নাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে কৌশলে নিহতকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ঘটনা জানতে পেরে ২৪ নভেম্বর আটোয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক)/৩০ ধারায় মামলা করেন। মামলার নং-০৮।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ব্যাপক প্রচার পায়। গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে অভিযানে নামে।গ্রেফতারের পর আলতাফকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব আরও জানায়, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ সমাজবিরোধী অপরাধ দমনে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।