বিভাগীয় নগরী রংপুরে আগামী ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে দিনব্যাপী মানবতার সেবক মিলন মেলা অনুষ্ঠিত হবে। জিলা স্কুল অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যান ফাউন্ডেশন বিভাগীয় কমিটির আয়োজনে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাসরিন নাজ এর সভাপতিত্বে উদ্ববোধ হিসেবে উপস্থিত থাকার সদয় সন্মতি জ্ঞাপন করেছেন মানবতার কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাট্য নির্মাতা জি এম সৈকত।
এ মিলন মেলায় রংপুর বিভাগের আট জেলাসহ দেশের বিভিন্ন বিভাগীয় জেলা ও উপজেলা কমিটির মানবতার সেবক,চলচিত্র ও নাট্য ব্যক্তিত্ব ও কলাকুশলীবৃন্দ উপস্থিত থাকবেন।
এ তথ্য বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যান ফাউন্ডেশনের মানবতার মিলন মেলা ২০২১ এর আহবায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী এসব তথ্য দেন।