চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ১১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ হাজার ১৩২ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
রোববার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য অনুযায়ী, জুনের প্রথম ১৪ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৮ কোটি ২০ লাখ ৭১ হাজার ৪২৯ ডলার। এ প্রবাসী আয় গত মে মাসের চেয়ে কিছুটা কম।