রংপুর , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা জব্দ,মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশিত : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৯১ বার পাঠ করা হয়েছে

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা জব্দ,মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটে র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর উপজেলার ১৩নং চড়াইখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম কুচিয়ামোড় গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ ছলেমান আলী (৪৮), পিতা—এছলাম উদ্দিন, মাতা—মোছাঃ ছালেহা খাতুন, সাং—পশ্চিম কুচিয়ামোড় (পাঠানপাড়া), থানা—নীলফামারী সদর, জেলা—নীলফামারী-কে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার ভাড়াবাসা থেকে ১২৩ বোতল ফেনসিডিল২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ছলেমান আলী দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মাদক ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

About Author Information

নীলফামারীতে র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা জব্দ,মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটে র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর উপজেলার ১৩নং চড়াইখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম কুচিয়ামোড় গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ ছলেমান আলী (৪৮), পিতা—এছলাম উদ্দিন, মাতা—মোছাঃ ছালেহা খাতুন, সাং—পশ্চিম কুচিয়ামোড় (পাঠানপাড়া), থানা—নীলফামারী সদর, জেলা—নীলফামারী-কে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার ভাড়াবাসা থেকে ১২৩ বোতল ফেনসিডিল২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ছলেমান আলী দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মাদক ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।