1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

কুড়িগ্রামের আর্জেন্টিনা উন্মাদনা

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View
আজ আকাশের খবর
আজ আকাশের খবর

আর মাত্র এক সপ্তাহ পর কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২২। এ নিয়ে থেমে নেই ভক্ত ও সমর্থকদের উন্মাদনা। কুড়িগ্রামের দিনমজুর আশরাফুল আলমও নিজের অটোরিকসা পছন্দের দলের পতাকায় রাঙিয়ে যেন সেই বার্তাই দিলেন। শহরের ভেতর দিয়ে আশরাফুল যখন আর্জেন্টিনার পতাকা সজ্জিত অটোরিকসা চালিয়ে যান তখন পথচারী ও অন্য বাহনের যাত্রীরা ফিরে ফিরে তাকান।

আশরাফুলের বাড়ি কুড়িগ্রাম পৌর এলাকার ধরলা অববাহিকার একতা পাড়া গ্রামের বাধের পাড়ে। ব্যাটারি চালিত অটোরিকসা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। পছন্দের দলের প্রতি সমর্থন ও শুভ কামনা জানাতে নিজের জীবিকা নির্বাহের বাহনটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন।

শনিবার বিকেলে অটোরিকসা চালক আশরাফুলের সঙ্গে কথা হলে তিনি রংপুর২৪ডটকম কে  জানান, ছোট বেলা থেকেই তিনি ফুটবল খেলা ভালোবাসেন। আর বিশ্ব ফুটবলে তার পছন্দের দল আর্জেন্টিনা। তার বিশ্বাস এবারের বিশ্বকাপে তার দল ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হয়ে ট্রফিও জিতে নেবে।

আশরাফুল বলেন, ‘আমি ২০০২ সাল থেকে ফুটবল খেলা দেখি। তখন থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। এই দলের খেলা আমার খুব ভালো লাগে। এর আগে ২০১০ সালে আমি আমার একটি বাইসাইকেল আর্জেন্টিনার পতাকার রংয়ে রং করি। এখন যেহেতু আমার জীবিকার বাহন এই অটোরিকসা সে জন্য এই অটোরিকসা আমার পছন্দের দলের দেশের পতাকার রংয়ে রং করেছি। প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]