বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, বর্তমান রাজনীতিতে এমন আদর্শবান নেতার বড়ই অভাব, এবং এ ক্ষতি জাতির জন্য অপূরণীয়।
ব্যক্তিগতভাবে তিনি মন্টুকে একজন ‘ঘনিষ্ঠ বন্ধু ও সুহৃদ’ হিসেবেও উল্লেখ করেন।রোববার (১৫ জুন) সন্ধ্যায় মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুর খবর শুনে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ছুটে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি তার শোক ও শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল বলেন, গণফোরামের সভাপতি হিসেবে নয়, তিনি একজন কিংবদন্তি মুক্তিযোদ্ধা। সত্তরের দশকজুড়ে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি গভীরভাবে সম্পৃক্ত ছিলেন এবং প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন।