জীবিকার তাগিদে অন্যের গাছ থেকে ডাব সংগ্রহ করতে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে রমজান আলী (৫৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর। সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী পেশায় একজন ডাব ব্যবসায়ী। তিনি বিভিন্ন বাড়ি থেকে ডাব কিনে নিজেই গাছ থেকে পেড়ে বাজারে বিক্রি করতেন। সোমবার সকালে ভান্ডারা এলাকায় ৪টি ডাব কেনার পর নিজেই গাছে ওঠেন। এ সময় ভাগ্যের নির্মম পরিহাস- দুর্ভাগ্যবশত তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারী আমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

Reporter Name 


























