রংপুর , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ তিন চোরাকারবারি গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশিত : ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৫ বার পাঠ করা হয়েছে

গাইবান্ধায় র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ তিন চোরাকারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩ এর বিশেষ অভিযানে কষ্টি পাথরের একটি মূল্যবান মূর্তিসহ তিন চোরাকারবারি গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়, গত ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ থানাধীন ২ নম্বর কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় মিজানুর রহমান সুজা নামের এক ব্যক্তির বসতবাড়ির পাশের টিনশেড গোয়ালঘর থেকে মা ও শিশুর ভাস্কর্য আকৃতির একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার ওজন ৩৭ কেজি এবং বাজারমূল্য আনুমানিক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১। মিজানুর রহমান সুজা (৩৫), পিতা মৃত খলিলুর রহমান,
২। গোলাম ফিরোজ লিটন (৩০), পিতা আঃ কুদ্দুস, উভয়েই গোবিন্দগঞ্জের কাটাবাড়ী গ্রামের বাসিন্দা,
৩। শিবু সরকার (৩০), পিতা অনিল চন্দ্র সরকার, গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানার লক্ষ্মনপুরে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে সামনে রেখে চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About Author Information

গাইবান্ধায় র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ তিন চোরাকারবারি গ্রেফতার

প্রকাশিত : ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩ এর বিশেষ অভিযানে কষ্টি পাথরের একটি মূল্যবান মূর্তিসহ তিন চোরাকারবারি গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়, গত ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ থানাধীন ২ নম্বর কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় মিজানুর রহমান সুজা নামের এক ব্যক্তির বসতবাড়ির পাশের টিনশেড গোয়ালঘর থেকে মা ও শিশুর ভাস্কর্য আকৃতির একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার ওজন ৩৭ কেজি এবং বাজারমূল্য আনুমানিক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১। মিজানুর রহমান সুজা (৩৫), পিতা মৃত খলিলুর রহমান,
২। গোলাম ফিরোজ লিটন (৩০), পিতা আঃ কুদ্দুস, উভয়েই গোবিন্দগঞ্জের কাটাবাড়ী গ্রামের বাসিন্দা,
৩। শিবু সরকার (৩০), পিতা অনিল চন্দ্র সরকার, গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানার লক্ষ্মনপুরে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে সামনে রেখে চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।