উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলন হিড এর ভাইস চেয়ারম্যান এম.এ বারী, সহকারী নির্বাহী পরিচালক মো:শরফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো: আউয়াল দাউদ, অর্থ সম্পাদক ওয়াকিল আহমেদ মুন্না, এফ ও এইচ স্কুলের প্রধান শিক্ষক মোছা: ফেরদৌস আরা রানী, সহকারী শিক্ষক রওনক সুলতানা, মোনালিসা, রানী আক্তার, আফরোজা সুলতানা৷, তাবাসসুম নাজ ও আয়শা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।