যাত্রীদের সেবায় রংপুরে র‍্যাব ও পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

২৬ মার্চ ২০২৫, দুপুর ৪:২৯ সময়
Share Tweet Pin it
[যাত্রীদের সেবায় রংপুরে র‍্যাব ও পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ]

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কর্মস্থল থেকে ঘরে ফেরা মানুষের সেবা দেওয়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রংপুর ্যাব মেট্রোপলিটন পুলিশযাত্রীদের জন্য তারা অস্থায়ী সেবাকেন্দ্র স্থাপন অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে সেবা কার্যক্রম ঈদ পরবর্তী সপ্তাহ পর্যন্ত চলবেবুধবার বিকেলে রংপুর বিভাগের প্রবেশদ্বার নগরীর মডার্ন মোড়ে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলি।এসময় ্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার ইস্তেখাব মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলা মটর মালিক শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন সেবাকেন্দ্রের উদ্বোধনকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের অনেকে পথে বিপদগ্রস্ত হয় তাদের সাহায্য করার কেউ থাকে না তাই ঈদ উদযাপন করতে ঘরে ফেরা মানুষ এবং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার পথে যদি কেউ সমস্যা পড়ে, তাদের সাহায্য করবে ্যাব পুলিশ সদস্যরা সেই সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য তিনি আরও বলেন, সেবা প্রদান উপলক্ষে দুটি সেবাকেন্দ্র খোলা হয়েছে ্যাবের সেবা কেন্দ্রের নাম দেওয়া হয়েছে্যাব সার্পোট সেন্টারএবং মেট্রোপলিটন পুলিশের সেবা কেন্দ্রের নাম দেওয়া হয়েছেসাব কন্ট্রোল রুম রাত-দিন ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালু থাকবে সেবা কেন্দ্রে পানিসহ অন্যান্য সহায়তা সামগ্রী থাকবে

রংপুরে ্যাব-১৩ এর কমান্ডার ইস্তেখাব বলেন, ‘আমরা চাই, ঈদের এই পুরো সপ্তাহ জুড়ে ঢাকাসহ দক্ষিণ অঞ্চল থেকে যারা পরিবারের সঙ্গে ঈদ করতে এই অঞ্চলে আসবেন, তারা হয়রানি টিকিট কালোবাজারির খপ্পরে যাতে না পড়েনপুলিশের সঙ্গে ্যাবের সদস্যরাও এই সেবায় একাত্ম হয়ে কাজ করবে বলেও জানান তিনি

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার, হানগর ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার,রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজসহ শ্রমিক ইউনিয়নয়ের নেতৃবৃন্দ প্রমুখ