বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

২২ মার্চ ২০২৫, বিকাল ৭:১৭ সময়
Share Tweet Pin it
[বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ ২২ মার্চ, রোজ শনিবার রংপুর নগরীর ঐতিহাসিক কালেক্টরের ঈদগাহ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকারের লড়াইয়ে সকল আহত ও আত্মদানকারী ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের স্বরণে অভ্যুত্থানে রংপুরের শহীদ ও আহত পরিবার বর্গ , ছাত্র-শ্রমিক-জনতা, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ,পেশাজীবী, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে মহানগর সদস্য সচিব রহমত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক ফারজানা দিনা।  এছাড়াও বক্তব্য রাখেন মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, বেরোবি সমন্বয়ক আশিকুর রহমান আশিক, মহানগর বিএনপি আহ্বায়ক সামসুজ্জামান সামু, মহানগর ছাত্র শিবির সভাপতি নুরুল হুদা, গণ অধিকার পরিষদ নেতা হানিফ খান সজিব প্রমুখ।  এছাড়াও বক্তব্য রাখেন রংপুরের কয়েকটি শহীদ পরিবার সদস্যবৃন্দ এবং আহত যোদ্ধাগণ।  এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক ফারজানা দিনা বলেন,  স্বৈরাচার পতন পরবর্তী রাজনৈতিক সংকট নিরসনে গণপরিষদ নির্বাচনের জন্য আমাদের মধ্যে ঐক্যমত গঠন করে সেকেন্ড রিপাবলিক হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণের উপর গুরুত্ব দিতে হবে।  মহানগর আহ্বায়ক ইমতি বক্তারা বলেন, একটা সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের রাজনৈতিক দলগুলোর একত্রে কাজ করতে হবে।  আমরা সুন্দর রংপুর গড়তে সকল রাজনৈতিক দলকে নিয়ে একত্রে কাজ করতে বদ্ধপরিকর।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা, জাতীয় নাগরিক কমিটি রংপুর,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়েতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বাম সংগঠনেট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ ছাত্র-জনতা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।