নীলফামারী প্রতিনিধি:
র্যাব-১৩ এর একটি বিশেষ অভিযানে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই ২০২৫ তারিখ, সকাল ৯টা ৫ মিনিটে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, সৈয়দপুর থানার অন্তর্গত কামালপুর ইউনিয়নের কলাবাগান গ্রামস্থ মো. মোফাজ্জল ইসলাম (২২), পিতা-মৃত জাকির হোসেন-এর দোকানের সামনে রংপুর-সৈয়দপুরগামী পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ খোকন মিয়া (৫৫), পিতা-মৃত মোজাফফর আহম্মদ, সাং-উত্তর শৌল্লকিয়া, থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামির পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা ১১টি নীল রঙের পলিজিপার ব্যাগ থেকে মোট ১,৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।