নীলফামারী জেলার ডোমার থানার চাঞ্চল্যকর পিথী বেগম হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ ও র্যাব-৫ এর যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলনীতিকে সামনে রেখে র্যাব দীর্ঘদিন ধরে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন জঘন্য অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার (১৪ জুলাই) রাত ১টায় রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামী মোছাঃ ফারজিনা আক্তার (৫৫)-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, নিহত পিথী বেগম (৩০) ও তার স্বামী ফারুক হোসেনের (৩২) মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত ২২ মে রাতে পারিবারিক বিরোধের জেরে স্বামীসহ আসামিরা ধারালো ছোরা দিয়ে পিথী বেগমকে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৪, তারিখ: ২৬/০৫/২০২৫; ধারা: ৩০২/৩৪ পেনাল কোড)।
মামলার ২ নম্বর আসামী ফারজিনা আক্তার ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প ও র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
—নিজস্ব প্রতিবেদক
তারিখ: ১৪ জুলাই ২০২৫