রংপুর , বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রভাবশালীদের হামলায় বাড়িছাড়া গুরুতর আহত দিনমজুর পরিবারের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • প্রকাশিত : ১০ ঘন্টা আগে
  • ২২ বার পাঠ করা হয়েছে

প্রভাবশালীদের হামলায় বাড়িছাড়া গুরুতর আহত দিনমজুর পরিবারের সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে প্রভাবশালী ভূমিদস্যুদের হামলায় গুরুতর আহত হয়ে বাড়িছাড়া হয়েছে এক দিনমজুর পরিবার। এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর নিউক্রস রোডের একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নয়ন মিয়ার পরিবার।

সংবাদ সম্মেলনে নয়ন মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে তিনি জানান, তিনি ভক্তিপুর মধ্যপাড়া গ্রামের মৃত রইছ মন্ডলের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। সামান্য পৈতৃক ভিটেবাড়িতে বসবাস করলেও স্থানীয় প্রভাবশালী মো. মাজান, মো. মতিন, ফুলবাবু, নুরুন্নবী ও রফিকুল জাল দলিলের মাধ্যমে তাদের জমি দখল করে নেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন।

বক্তব্যে অভিযোগ করা হয়, এর জেরে গত ২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে শতাধিক দেশীয় অস্ত্রসজ্জিত লোকজন বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নয়ন মিয়াসহ তার ছোট ভাই ফয়েজউদ্দিন, নাতি নাহিদ মিয়া, নাতবউ মারুফা বেগমকে বেদম মারধর করে গুরুতর আহত করে। এসময় আলমারির ভেতর থেকে নগদ এক লাখ দশ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুটপাট করা হয়। বাধা দিতে গেলে মারুফা বেগমের শ্লীলতাহানিও ঘটানো হয়।

পরে আহতদের গ্রামবাসী উদ্ধার করে মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করান। এর পরদিন নয়ন মিয়ার বিয়াই শফিকুল ইসলাম তাদের দেখতে এলে পুনরায় হামলা চালানো হয়। শফিকুল ইসলাম ও নয়ন মিয়ার মেয়ে নাজনীনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নয়ন মিয়া অভিযোগ করেন, থানায় অভিযোগ জানালেও হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তা আমলে নেয়নি। এর পর গতকাল রংপুরে সাংবাদিকদের সঙ্গে দেখা করতে আসার পথে দীপ আই কেয়ার সংলগ্ন এলাকায় আবারও তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তার ছেলে মাসুদ, ভাতিজি ফেরদৌসী ও ভাইয়ের স্ত্রী হুমায়রা গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে নয়ন মিয়া ও তার পরিবার এই ঘটনায় বিচার দাবি করেন এবং প্রাণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

About Author Information

জনপ্রিয়

প্রভাবশালীদের হামলায় বাড়িছাড়া গুরুতর আহত দিনমজুর পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১০ ঘন্টা আগে

রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে প্রভাবশালী ভূমিদস্যুদের হামলায় গুরুতর আহত হয়ে বাড়িছাড়া হয়েছে এক দিনমজুর পরিবার। এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর নিউক্রস রোডের একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নয়ন মিয়ার পরিবার।

সংবাদ সম্মেলনে নয়ন মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে তিনি জানান, তিনি ভক্তিপুর মধ্যপাড়া গ্রামের মৃত রইছ মন্ডলের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। সামান্য পৈতৃক ভিটেবাড়িতে বসবাস করলেও স্থানীয় প্রভাবশালী মো. মাজান, মো. মতিন, ফুলবাবু, নুরুন্নবী ও রফিকুল জাল দলিলের মাধ্যমে তাদের জমি দখল করে নেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন।

বক্তব্যে অভিযোগ করা হয়, এর জেরে গত ২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে শতাধিক দেশীয় অস্ত্রসজ্জিত লোকজন বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নয়ন মিয়াসহ তার ছোট ভাই ফয়েজউদ্দিন, নাতি নাহিদ মিয়া, নাতবউ মারুফা বেগমকে বেদম মারধর করে গুরুতর আহত করে। এসময় আলমারির ভেতর থেকে নগদ এক লাখ দশ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুটপাট করা হয়। বাধা দিতে গেলে মারুফা বেগমের শ্লীলতাহানিও ঘটানো হয়।

পরে আহতদের গ্রামবাসী উদ্ধার করে মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করান। এর পরদিন নয়ন মিয়ার বিয়াই শফিকুল ইসলাম তাদের দেখতে এলে পুনরায় হামলা চালানো হয়। শফিকুল ইসলাম ও নয়ন মিয়ার মেয়ে নাজনীনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নয়ন মিয়া অভিযোগ করেন, থানায় অভিযোগ জানালেও হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তা আমলে নেয়নি। এর পর গতকাল রংপুরে সাংবাদিকদের সঙ্গে দেখা করতে আসার পথে দীপ আই কেয়ার সংলগ্ন এলাকায় আবারও তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তার ছেলে মাসুদ, ভাতিজি ফেরদৌসী ও ভাইয়ের স্ত্রী হুমায়রা গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে নয়ন মিয়া ও তার পরিবার এই ঘটনায় বিচার দাবি করেন এবং প্রাণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।