রংপুর , বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশিত : ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭২ বার পাঠ করা হয়েছে

রংপুরে মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আজ নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে নানা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দরা বলেন, দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনের কর্মীদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, “যুবদল হলো ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীদের সংগঠন। তাই প্রতিটি স্তরে ঐক্য ধরে রেখে সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে হবে। এতে করে রংপুর মহানগর যুবদল শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।”

এসময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, “আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের পাশে আছি। তৃণমূল নেতাকর্মীরাই যুবদলের প্রাণ। তাই তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।”

সভায় বক্তারা আরও বলেন, যুবদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ সংগ্রামকে এগিয়ে নিতে মহানগর যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

About Author Information

জনপ্রিয়

রংপুরে মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রংপুর মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আজ নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে নানা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দরা বলেন, দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনের কর্মীদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, “যুবদল হলো ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীদের সংগঠন। তাই প্রতিটি স্তরে ঐক্য ধরে রেখে সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে হবে। এতে করে রংপুর মহানগর যুবদল শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।”

এসময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, “আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের পাশে আছি। তৃণমূল নেতাকর্মীরাই যুবদলের প্রাণ। তাই তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।”

সভায় বক্তারা আরও বলেন, যুবদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ সংগ্রামকে এগিয়ে নিতে মহানগর যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।