1. [email protected] : Live Rangpur :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:৩৬ পূর্বাহ্ন

রংপুরে ১২৮ টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন স্থাপনের কাজ সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২০ Time View

রংপুরে ১২৮ টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন স্থাপনের কাজ সম্পন্ন

রংপুর জেলায় প্রথমিক শিক্ষার্থীদের উন্নত পরিবেশে শিক্ষাদানের লক্ষ্যে নতুন বহুতলবিশিষ্ট ভবন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। ইতোমধ্যেই ১২৮ টি প্রাথমিক বিদ্যালয়ে তিন তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে আরো ৫২ টি বিদ্যালয়ের ভবন নির্মিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রংপুর নগরীর উপকন্ঠে মাহিগঞ্জ ভিআইপি শাহাদাৎ হোসেন সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের ফলক উন্মেচন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহাজাহান সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার হাসান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শিল্পপতি মো: ভিআইপি শাহাদাৎ হোসেন, পরিচালনা কমিটির সদস্য কবি দিলরুবা শাহাদাৎ ও প্রধান শিক্ষক এরশাদ হোসেন। ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন তিন তলা বিশিষ্ট বিদ্যালয়টির নতুন ভবনের কাজ এ বছরের অক্টোবর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com