1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

হিলি বন্দরে রাজস্ব আদায় ২১৩ কোটি টাকা

  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭ Time View
হিলি বন্দরে রাজস্ব আদায় ২১৩ কোটি টাকা
হিলি বন্দরে রাজস্ব আদায় ২১৩ কোটি টাকা

চলতি (২০২২-২৩) অর্থবছরের গত ৬ মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দর রাজস্ব আদায় হয়েছে ২১৩ কোটি ১৭ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা ছিলো ২৯৪ কোটি ৬ লাখ টাকা। বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব ঘাটতি হয়েছে ৮০ কোটি ৮৯ লাখ টাকা। ডলার সংকটের কারণে ভারত থেকে আমদানি কমায় এই স্থলবন্দরে কমেছে রাজস্ব আয়, বলছেন ব্যবসায়ীরা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আমদানি বৃদ্ধি পেলে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে হিলি স্থলন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন রাইজিংবিডিকে বলেন, হিলি বন্দরের আমদানিকারকরা দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখাতে ভারত থেকে পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশের ব্যাংকগুলো বিভিন্ন পণ্য আমদানিতে ডলার সংকট দেখাচ্ছে। যার জন্য চাহিদা অনুযায়ী  ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারছেন না। ফলে সরকার যেমন ক্ষতিরমুখে পড়ছেন, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে। যেখানে ২০০ থেকে ২৫০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রতিদিন এই বন্দরে প্রবেশ করতো। বর্তমানে ১০০ থেকে ১২০ ট্রাক এ বন্দরে প্রবেশ করছে।

এদিকে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন রাইজিংবিডিকে বলেন, চলতি অর্থবছরে এই বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ২৯৪ কোটি ৬ লাখ টাকা। রাজস্ব আদায় হয়েছে ২১৩ কোটি ১৭ লাখ টাকা। এতে রাজস্ব ঘাটতি হয়েছে ৮০ কোটি ৮৯ লাখ টাকা। ডলার সংকটের প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরে, এর কারণে কমছে আমদানি। যার ফলে রাজস্ব আদায়ে পড়েছে বড় ঘাটতি। আশা করছি আমদানি-রপ্তানি স্বাভাবিক হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]