জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (জি. এম. কাদের) তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন।
গত ২৮ ডিসেম্বর (রোববার) বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয় সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. জাহেদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক, নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুল হক, সদস্য সচিব সাজ্জাদ পারভেজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মো. ফারুক হোসেন মণ্ডল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ আলী, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা হীরাসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রংপুরে পৌঁছে সন্ধ্যায় তিনি প্রথমে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে দর্শনা পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। বাদ মাগরিব নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
রংপুর
,
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেরোবি উপাচার্যের গভীর শোক প্রকাশ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে নেতা কর্মীর শোক দোয়া মাফিল
ছেলের ছোঁয়া পেতে যেন মৃত্যুকে ঠেলে রেখেছিলেন
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া
আজকের রংপুরের খবর
যেভাবে গৃহবধূ থেকে ‘আপসহীন’ নেত্রী হয়েছিলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি
রংপুরে ছেলের হাতে বাবা খুন
কোনো অজুহাতে মানুষকে পিটিয়ে হত্যা কিংবা পুড়িয়ে ফেলা কখনোই গ্রহণযোগ্য নয়
৩ দিনের সফরে রংপুরে পৌঁছালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি. এম. কাদের
৩ দিনের সফরে রংপুরে পৌঁছালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি. এম. কাদের
-
Reporter Name - প্রকাশিত : ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ৩০ বার পাঠ করা হয়েছে
জনপ্রিয়






















