রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর রাধা বল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন, শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক আজিজুর রহমান। রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই হবে এক সময় এই দেশের উন্নতির কারিগর। ভালো করে লেখা পড়া করে জজ, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও একজন বড় পদের অফিসার হও এই কামনায় করি।
তিনি আরো বলেন, তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, পড়াশোনায় মনোযোগী হবে। আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে চাই। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হলে তারা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে, সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগমসহ শিক্ষা সংলিষ্ট কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস রংপুর ও ইকো–সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির সহযোগিতায় উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।
উল্লেখ্য, রংপুর সদর উপজেলাসহ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থীকে খাবার দিয়ে এ শুভ উদ্ধোধনের কাজ শেষ করেন।

মাহফুজ আলম প্রিন্স 




















