রংপুর আনসার ও ভিডিপি’র মহান বিজয় দিবস পালন
মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে ব্যাপক কর্মসুচির মধ্যদিয়ে দিনটি পালিত হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস এর নেতৃত্বে ফজরের নামাজ শেষে সূর্যদয়ের সাথে সাথে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে শহিদ মিনারে রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে আনসার ভিডিপি’র কার্যালয়ে জাতীয় পতাকা ও বাহিনীর পতাকা উত্তোলন করা হয়। ৯টায় রংপুর শহীদ আবু-সাঈদ স্টেডিয়াম মাঠে আনসার সদস্যদের কুচকাওয়াজ প্রদর্শন এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে সালাম প্রদর্শন করা হয়। রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার- ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মকর্তা/কর্মচারী ব্যাটালিয়ন আনসার ও ১৪ দিন মেয়াদি উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষনার্থীদের মাঝে মহামান্ন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পড়ে শোনান হয়।
অনুষ্ঠানে রংপুর আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলামা বিএএমএস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহাকরী পরিচালক মো: ফারুক হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সাইদুল ইসলাম, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, সদর উপজেলা প্রশিক্ষক মো: মনিরুজ্জামান, রেঞ্জ ও জেলার কর্মকর্তা/কর্মচারীগণ, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপির সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।

Reporter Name 



















