রংপুর রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ছয়জন গুরুত্বপূর্ণ সদস্য ক্লাব ছাড়িয়ে অন্য সংগঠনের সদস্যপদ গ্রহণ করায় কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। সভাপতি মোছাঃ শরিফা বেগম শিউলী, যুগ্ম সম্পাদক , সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল , অর্থ সম্পাদক মেহবুব পারভেজ সুমন, দফতর সম্পাদক সাকিব উদ্দিন এবং একজন কার্যকরী সদস্য সুমন ইসলামসহ মোট ছয় সদস্যের পদত্যাগে সংগঠনটি চরম নেতৃত্ব শূন্যতায় পড়ে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সদস্য অন্য কোনো ক্লাবের সদস্যপদ গ্রহণ করলে তিনি রিপোর্টার্স ইউনিটির সদস্য থাকার যোগ্যতা হারান। এ অবস্থায় পূর্বের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও অবশিষ্ট সদস্যদের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভার সর্বসম্মত সিদ্ধান্তে ২০২৪-২০২৭ ইং মেয়াদের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সংগঠনের কার্যক্রম সচল রাখতে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত আহ্বায়ক কমিটি:
-
আহ্বায়ক: সাংবাদিক অজয় সরকার দুলু
-
সদস্য সচিব: সাংবাদিক শহিদুল ইসলাম
-
সদস্য সচিব: সাংবাদিক আমিনুর রহমান জুয়েল
আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে নবগঠিত নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। জরুরি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রহমতুল্লাহ অপু। উপস্থিত ছিলেন সম্পাদক শিমুল হোসেন, আবুল হোসেন বাবলু, ফরহাদ আহমেদ, সিয়াম হোসেন,সহিদুল ইসলাম, শামীম হোসেন, আবু তালেবসহ অন্যান্য সদস্যরা।
সভার শেষে সকলের সম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটিকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানানো হয় এবং দ্রুত সংগঠনকে তার নিয়মিত কার্যক্রমে ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Reporter Name 



















