বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাদ আসর ও বাদ মাগরিব বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট থানার উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বাদ মাগরিব শহীদ আবু সাঈদ চত্বর ও পার্কের মোড়ে তাজহাট মেট্রোপলিটন থানা যুবদলের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, থানা যুবদলের আহবায়ক আবু তাহের ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দুলালসহ নেতাকর্মীরা।
গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কোতয়ালী মেট্রোপলিটন থানা যুবদলের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, আহবায়ক ওয়াহিদ মুরাদ, সদস্য সচিব মো. শহিদুল ইসলামসহ নেতাকর্মীরা।
বাদ আসর সিগারেট কোম্পানি মোড়ে হারাগাছ মেট্রোপলিটন থানা যুবদলের দোয়া মাহফিলে অংশ নেন মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম রাবু, থানা যুবদলের আহবায়ক মোস্তাকিন আহমেদ ও সদস্য সচিব কাওসার কুঠিয়ালসহ নেতাকর্মীরা।
বাদ মাগরিব সাতমাথা শহীদ মিনার প্রাঙ্গণে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা যুবদলের দোয়া মাহফিলে যোগ দেন মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, সিরাজ উদ-দৌলা ডন, থানা যুবদলের আহবায়ক মনসুর আহমেদ ও সদস্য সচিব কামরুজ্জামান সুমন।
বাদ আসর বুড়িরহাট গ্যাস পাম্প সংলগ্ন মাঠে পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক, সালেহ নুর, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রহিম ও সদস্য সচিব নাজমুল ইসলাম।
এ ছাড়া বাদ আসর নজিরেরহাট কেন্দ্রীয় মসজিদে হাজিরহাট মেট্রোপলিটন থানা যুবদলের আয়োজনেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মহানগর যুবদলের আহবায়ক সদস্য জুবায়ের হাসান রজু, আশরাফুল আলম রিপন, সুমন মিয়া, থানা যুবদলের আহবায়ক লিয়াকত হোসেন লিমনসহ নেতাকর্মীরা।
দোয়া মাহফিলগুলোতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Reporter Name 



















