রংপুর , বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অভিজাত ঠিকানা ছেড়ে কারাগারে

  • Reporter Name
  • প্রকাশিত : ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৪ বার পাঠ করা হয়েছে

অভিজাত ঠিকানা ছেড়ে কারাগারে

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে আসেন। তাকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন আদালত প্রাঙ্গণে।রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের একটি টিম। এ সময় তাকে চোখ বেঁধে তুলে এনে নির্যাতন করা হয়। পরে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। ঘটনাটি সারা দেশে তীব্র আলোড়ন তোলে।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আরিফুল ইসলাম এ ঘটনায় মামলা করেন। সম্প্রতি সাবেক ডিসি হাইকোর্ট থেকে জামিন পেলেও মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে তা নাকচ করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

About Author Information

জনপ্রিয়

অভিজাত ঠিকানা ছেড়ে কারাগারে

প্রকাশিত : ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে আসেন। তাকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন আদালত প্রাঙ্গণে।রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের একটি টিম। এ সময় তাকে চোখ বেঁধে তুলে এনে নির্যাতন করা হয়। পরে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। ঘটনাটি সারা দেশে তীব্র আলোড়ন তোলে।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আরিফুল ইসলাম এ ঘটনায় মামলা করেন। সম্প্রতি সাবেক ডিসি হাইকোর্ট থেকে জামিন পেলেও মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে তা নাকচ করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।