কুড়িগ্রাম প্রতিনিধি:
র্যাব-১৩ এর একটি সফল অভিযানে কুড়িগ্রাম জেলার সদর থানার ঘোষপাড়া এলাকা থেকে ১৫ কেজি গাঁজা ও ৬৪ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকবিরোধী অভিযানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই ২০২৫, রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়া এলাকার এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের স্টোর রুমের উত্তর পার্শ্বে অবস্থিত ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে মাদকের এই বিশাল চালান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ১৫ কেজি গাঁজা এবং ৬৪ বোতল ফেন্সিডিল। এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।