সমতার তারুন্য প্রতিপাদ্যকে সামনে রেখে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ , জাগো ফাউন্ডেশন এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ সহযোগিতায়, ওব্যাট থিংক ট্যাঙ্ক রংপুর উদ্যোগ ওব্যাট হেল্পার্স রংপুর অফিসে তিন দিনব্যাপী অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধি (সমতার তারুন্য ) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হযয়েছে। গতকাল বিকেল এ তিন দিনব্যাপী অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধি (সমতার তারুন্য ) বিষয়ক কর্মশালাটির সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
'সমতৈর্যের জন্য যুব - সমতার জন্য যুব' (সমতার জন্য যুব) প্রকল্পটি ওব্যাট থিংক ট্যাঙ্ক রংপুর দ্বারা বাস্তবায়িত। এই অধিবেশনের লক্ষ্য ছিল সমতা এবং ক্ষমতায়নের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি করা। কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে ১৪ থেকে ২৫ রছর বয়সী ওব্যাট থিংক ট্যাঙ্কের স্বেচ্ছাসেবক, স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করে।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ সমন্বয়কারী, মোঃ মাহমুদ ইসলাম আকাশ,ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর সহ-সভাপতি মোসাঃ স্নেহা আক্তার চুমকি এবং রঞ্জন রায়। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মসূচির যুব সমন্বয়কারী, মিসেস জান্নাতুল ফেরদৌসী মোহনা এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সম্পাদক মোঃ আব্দুর রহিম, রংপুর সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ রফিকুল হক বাবু, ওব্যাট হেল্পার্স এর সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাহফুজ আলম,ওব্যাট হেল্পার্স রংপুর এর প্রকল্প কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, ওব্যাট হেল্পার্স রংপুর এর আইটি ফ্যাসিলিটেট, মোঃ আরশাদ ইকবাল।
কর্মশালাটির লক্ষ্য ছিল নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে লিঙ্গ সমতা , সুরক্ষা এবং ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া সাক্ষরতা, অ্যাডভোকেসি বিষয়ে কর্মশালায় অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা। তিন দিনব্যাপী অধিবেশনে ইন্টারেক্টিভ আলোচনা, উপস্থাপনা, গ্রুপ কার্যক্রম এবং কেস স্টাডি অন্তর্ভুক্ত ছিল। এই পদ্ধতিটি চিহ্নিত উদ্দেশ্যগুলি সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ভাগাভাগি এবং ব্যবহারিক দক্ষতা বিকাশকে সহজতর ছিল বলে জানান কর্মশালায় অংশগ্রহণকারীরা।
তিন দিনব্যাপী অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা-নির্মাণ অধিবেশনটি অংশগ্রহণকারীদের লিঙ্গ সমতা, সুরক্ষা এবং ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া সাক্ষরতা এবং অ্যাডভোকেসি সম্পর্কে মৌলিক জ্ঞান এবং দক্ষতা প্রদান করে। এটি 'সমোতায় তারুণ্য - সমতার জন্য যুব' প্রকল্পের সাথে তাদের কার্যকর সম্পৃক্ততা এবং সমতা প্রচারে তাদের বৃহত্তর প্রচেষ্টায় অবদান রাখবে বলে মনে করেন আয়োজনকারী সংস্থা সমূহ।