রংপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

১৩ মে ২০২৫, দুপুর ১২:৫৬ সময়
Share Tweet Pin it
[রংপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত]

রংপুরের কাউনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ জুম্মারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় একটি সিএনজি অটোরিকশা যাত্রী ওঠানোর জন্য ব্রেক করলে, পেছনে থাকা একটি মোটরসাইকেলের আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, কাউনিয়ার মহেশা গ্রামের আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম, তাদের ছেলে রহমত আলী এবং ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা। দুর্ঘটনার সময় তারা মোটরসাইকেলযোগে কোথাও যাচ্ছিলেন বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।