গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে থানা মোড় চারমাথা থেকে পৌর শহরে লিফলেট বিতরণ করেন, রংপুর বিভাগীয় বিএপির সহ-সাংগঠনিক সম্পাদক,অধ্যাপক আমিনুল ইসলাম,বিএপি নেতা জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম জুয়েল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, মাহিদুল রহমান রানক,উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল ওহাব লিটন, পৌর ছাত্রদলের আহব্বায়ক খাইরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্মআহব্বায়ক সবুজ, ছাত্রদল নেতা তাসিন আহম্মেদ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধিকল্পে এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।