রংপুর মহানগর ও জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৩ মে ২০২৫, বিকাল ৫:৪ সময়
Share Tweet Pin it
[রংপুর মহানগর ও জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত]

আগামী ২৩ মে 'কৃষি উন্নয়ন' পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুন্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ মে বগুড়ায় 'তারুন্যের রাজনৈতিক অধিকার' প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে রংপুর মহানগর ও জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জুবায়ের হাসান রজু, পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম, ৭ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোস্তাকিম, পীরগাছা উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আনিস, বদরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রেজওয়ান, গংগাচড়া উপজেলা যুবদলের আহবায়ক স্বপন।