রংপুর নগরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
রংপুর নগরের শ্যামাসুন্দরী খালের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার বার দুপুরে নগরের সিট কেল্লাবন্দ এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা সুলতানা। খুব শিগগির সব দখলদারকে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।অভিযানে রংপুর বিভাগীয় প্রশাসন, রংপুর সিটি করপোরেশন, উপজেলা ভূমি কার্যালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করে।