আসন্ন এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ রংপুর কেন্দ্রের একজন পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় বাসা মূলাটোল, রংপুর সে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রংপুর এর ছাত্র। সে এবারের এসএসসি পরীক্ষার্থী। ভুলবশত সে তার মূল্যবান কাগজপত্র এডমিট কার্ড, প্রবেশপত্র বাসায় রেখে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে আসেন। সে উপায়ান্তর না পেয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন। তাৎক্ষণিক রংপুর জেলা ট্রাফিকের মোঃ নূর আলম সিদ্দিক টিআই (এডমিন) এঁর তৎপরতায় রংপুর জেলা ট্রাফিকের কর্মরত অফিসার এটিএসআই মোস্তাফিজ মোটরসাইকেল যোগে তার বাসা থেকে মূল্যবান কাগজপত্র আনায়নে পুলিশি সহায়তা প্রদান করেন। মূল্যবান কাগজপত্র সহ পরীক্ষার্থীকে যথাসময়ে কেন্দ্র নিয়ে আসলে পরীক্ষা কেন্দ্রে আগত অভিভাবকগন এটিএসআই মোস্তাফিজসহ জেলা পুলিশ, রংপুরের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।