সারাদেশের মত রংপুরেও শুরু হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

১০ এপ্রিল ২০২৫, দুপুর ৩:১৬ সময়
Share Tweet Pin it
[সারাদেশের মত রংপুরেও শুরু হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা]

সারাদেশের মত রংপুরেও শুরু হয়েছে মাধ্যমিক সমমানের পরীক্ষা। এবছর রংপুর বিভাগের আট জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা লক্ষ ৮২ হাজার ১০ জন।  

বৃহস্পতিবার সকাল ১০ টায় সারাদেশের মত রংপুর বিভাগের মোট ৮০ টি কেন্দ্রে শুরু হয় এই পরীক্ষা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী। তিনি জানান, বছর ছাত্রের সংখ্যা ৯২ হাজার শত ১০ জন আর ছাত্রী ৮৯ হাজার ৪০ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৯৭ হাজার , মানবিক শাখায় ৮২ হাজার ৮৫, ব্যবসায় শিক্ষা হাজার ১৭ জন। ছাড়া রংপুর জেলায় মোট ৫১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৮৫ জন। অভিভাবকরা জানান, সুষ্ঠুভাবে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন পরীক্ষার্থীরা। কেন্দ্র আশেপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভাল বলে জানান তারা। এদিকে রংপুর জিলা স্কুল কেন্দ্রসহ বিভিন্ন পরিদর্শন করেছেন জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসক বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে তৎপর রয়েছেন তারা।