ফিলিস্তিনি ভূখণ্ড,গাঁজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলা বন্ধে ইসরাইল কে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহব্বান জানিয়ে রংপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে নগরীর টাউন হলের সামনের প্রধান সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা,রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সরকারী আধাসরকারী অফিস আদালতের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ জনতা এ কর্মসুচিতে অংশ নেয়।