গঙ্গাচড়ায় তিস্তা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

৭ এপ্রিল ২০২৫, বিকাল ৭:৭ সময়
Share Tweet Pin it
[গঙ্গাচড়ায় তিস্তা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু]



রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে মাহিম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ৩টায় উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। মাহিম উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে চেংমারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে বাড়িতে না জানিয়ে মাহিম তার ১০ জন বন্ধুদের সঙ্গে তিস্তা নদীতে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলার পর অনেকে তিস্তায় গোসলে নামে। তবে গোসল করে সবাই ফিরলেও মাহিমের সন্ধান পায়নি তার বন্ধুরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজির পর মাহিমকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু রায়হান বলে, ‌‘আমরা ১০ জন একসঙ্গে নদীতে ফুটবল খেলতে যাই। পরে আমরা কয়েকজন গোসল করতে পানিতে নামি। মাহিম সাঁতার জানতো না। তাই তাকে আমরা নামতেও দেই নাই। কিন্তু সকলের অগচরে সে পানিতে নামে। আমরা উঠে দেখি সে নাই। পরে অনেক খোঁজাখুঁজি করার পর পানি খেকে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসি।’
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)