রাষ্ট্র সংস্কার আন্দোলন রংপুর জেলা শাখার নিন্দা ও প্রতিরোধের ডাক

৭ এপ্রিল ২০২৫, দুপুর ১২:১৯ সময়
Share Tweet Pin it
[রাষ্ট্র সংস্কার আন্দোলন রংপুর জেলা শাখার নিন্দা ও প্রতিরোধের ডাক]

ইসরায়েলি রাষ্ট্রের নির্মমতা ও বর্বরতা আজ গাজা ও রাফায় গণহত্যার রূপ নিয়েছে। নিরস্ত্র জনগণের ওপর চলমান এই হামলা মানবতার মৌলিক নীতিমালা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। রাষ্ট্র সংস্কার আন্দোলন এই নৃশংস জাতিগত নিধনের তীব্র নিন্দা জানাচ্ছে এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছে।
 
আমরা দৃঢ়ভাবে দাবি করি, গাজা ও রাফায় বোমাবর্ষণ, ভূমি দখল, বেসামরিক নাগরিক হত্যা ও মানবতাবিরোধী অপরাধ অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ও আইনি অধিকারকে পূর্ণভাবে স্বীকৃতি দিতে হবে। এ ছাড়া, আন্তর্জাতিক আদালত (ICC) ও জাতিসংঘের তদন্তে পূর্ণ স্বচ্ছতা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।
 
ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যাকে সমর্থন দেওয়া, অস্ত্র সরবরাহ ও কূটনৈতিক ছত্রচ্ছায়া প্রদান বন্ধ করতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো-ক্ষমতার অপব্যবহার রোধ করে ফিলিস্তিনের পক্ষে ন্যায্য ও সক্রিয় ভূমিকা নিতে হবে। পেট্রোডলার ও অস্ত্রবাণিজ্যের স্বার্থে মানবতাকে বলি দেওয়ার এই নীতিকে আমরা চরমভাবে প্রত্যাখ্যান করি। সেই সাথে, ফিলিস্তিনের মুক্তিসংগ্রামে কূটনৈতিক সমর্থন ও মানবিক সহায়তা জোরদার করতে হবে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ণের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা এখন সময়ের দাবি। রাষ্ট্রীয় স্বার্থের নামে নীরবতা বা দ্বিচারিতা মানবতার শত্রুতা।
 
ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় গণআন্দোলন গড়ে তুলতে হবে। ইসরায়েলের বর্ণবৈষম্যমূলক নীতিকে "অপারথিড" হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করতে হবে। নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো কোনো বিকল্প নয়—এটি নৈতিক বাধ্যবাধকতা।
 
ফিলিস্তিনের প্রতিরোধ কেবল ভূখণ্ডের লড়াই নয়; এটি সাম্রাজ্যবাদ, রাষ্ট্রীয় সন্ত্রাস ও বৈশ্বিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মানবতার সংগ্রাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন বিশ্বাস করে—যে ব্যবস্থা অস্ত্রের ঝনঝনানি ও তেলের লোভে মানবিক মূল্যবোধকে ধ্বংস করে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ইতিহাসের ডাক। ফিলিস্তিনের শিশুদের চোখে যে স্বপ্ন জ্বলে, তা একদিন জয়ী হবেই। কারণ, “অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত মানুষের সংগ্রাম কখনো বৃথা যায় না।”