রংপুরে কাব ও স্কাউটের পারদর্শিতা ব্যাজ কোর্স অনুষ্ঠিত

২২ মার্চ ২০২৫, বিকাল ৭:২৮ সময়
Share Tweet Pin it
[রংপুরে কাব ও স্কাউটের পারদর্শিতা ব্যাজ কোর্স অনুষ্ঠিত]

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্কাউটস  রংপুর জেলার কাব ও  স্কাউটদের জন্য আয়েজিত পারদর্শিতা ব্যাজ     কোর্স  আজ (২২/৩/২৫) শনিবার শেষ হয়েছে।
 
কাব ও স্কাউট সদস্যদের বিভিন্ন বিষয়ের উপর পারদর্শি করে তোলার লক্ষে, বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার আয়োজনে রংপুর জিলা স্কুলে ২০-২২মার্চ ২০২৫ পর্যন্ত এ কোর্স এর আয়োজন করা হয়।
 
২২মার্চ ২০২৫ জেলা স্কাউট ভবনের সভাকক্ষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রমিজ আলম। রংপুর জেলা স্কাউট  কমিশনার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্কাউট  সম্পাদক আব্দুর রহিম, লিডার ট্রেনার  আলেয়া খাতুন।
 
তিন দিনব্যাপী  এ প্রশিক্ষণে  কাব স্কাউট  শিশুদের  খেলনা তৈরি মডেল তৈরি, কম্পিউটার ও সাইকেল চালনা চিত্ত বিনোদন ও খেলাধুলা, সমাজসেবা ও প্রাথমিক প্রতিবিধান,  প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ    ও পাখি পর্যবেক্ষণ, ফুলের বাগান তৈরি  টবে সবজি চাষ, পরিবেশ সংরক্ষণ জনস্বাস্থ্য ও সাঁতার বিষয় প্রশিক্ষণ দেয়া হয় স্কাউটদের  রংমিস্ত্রির কাজ, কম্পিউটার পরিচালনা, মুরগি পালন, সবজি চাষ, বৃক্ষরোপণ, ফুলের বাগান তৈরি, আগুন নেভানো ও উদ্ধার, খেলাধুলা ও শরীরচর্চা বিষয় প্রশিক্ষণ দেয়া হয়।
 
রংপুর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তদলের ৫০ জন কাব শিশু ও ৫০ জন স্কাউট প্রশিক্ষণে অংশ নেয়।