ফুলবাড়ীতে গালায় ফাঁস দেওয়া অবস্থায় মা,মেয়ের মরদেহ উদ্ধার

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)

১৮ মার্চ ২০২৫, বিকাল ৭:৫৭ সময়
Share Tweet Pin it
[ফুলবাড়ীতে গালায় ফাঁস দেওয়া অবস্থায় মা,মেয়ের মরদেহ উদ্ধার]

 (১৮ মার্চ) মঙ্গলবার দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মহরম আলীর স্ত্রী লাকী বেগম (৩৮) ও তার ৭ বছরের কন্যা মরিয়ম এর মরদেহ উদ্ধা করে ফুলবাড়ী থানা পুলিশ।

স্থানীয়রা জানান, লাকী বেগম এর সাথে পাশের বাড়ীর আজিজুল ইসলামের এর অনৈতিক সম্পর্ক আছে এমন বিষয় নিয়ে আজ তারাবির পর বিচার হবার কথা ছিলো। এরই মধ্যে লাকী বেগম ও তার মেয়ে মরিয়মের ফাঁস দেওয়া লাশ পাওয়া গেলে।

ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আল মামুন বলেন, আমরা ফাস দেওয়া দুই জনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে এসেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিক জিজ্ঞাসার জন্য লাকী বেগমের স্বামী মহরমকে থানায় আনা হয়েছে।