স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের ঈদ উপহার পেলো ১২২ জন অসচ্ছল মা

রঞ্জিত দাস

১৮ মার্চ ২০২৫, বিকাল ৭:৫৬ সময়
Share Tweet Pin it
[স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের ঈদ উপহার পেলো ১২২ জন অসচ্ছল মা]

রংপুর সাহিত্য পরিষদ হলরুমে আয়োজিত মানবিক সমাজ উন্নয়নের সংগঠন স্বর্ণনারী এ্যাসোসিয়েশন  পবিত্র পবিত্র রমজান মাস ঈদুল ফিতর উপলক্ষে আজ ১৮ ৩ ২০২৫ প্রথম দিনে  তালিকাভুক্ত ষাটোর্ধ ১২২ জন অস্বচ্ছল মায়েদের মাঝে ঈদ উপহার হিসেবে মানবিক সহায়তা পেলেন। এ সময় সকল মাদের প্রফুলতার সহিত উপহার হাতে পেয়ে বেশ আনন্দিত আত্মহারা হতে দেখা যায়। প্রতিটি ব্যাগেই খাদ্য সামগ্রীতে ছিলো: ভাতের চাল- ৫ কেজি, পোলাও এর চাল-২ কেজি, চিড়া-১ কেজি, ছোলা- ১ কেজি, মুশুরের ডাল - ১ কেজি, চিনি- আধা কেজি, লবণ -১ কেজি, সয়াবিন তেল- আধা লিটার, সেমাই -১ প্যাকেট, গুড়ো দুধ -১০০ গ্রাম ও সাবান ২ টি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণনারী এসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা বলেন দেশের বিত্তবান সচ্ছল মানুষরা এভাবেই অসচ্ছল মানুষের পাশে এগিয়ে আসলে তবেই সুখী সমৃদ্ধশালী দেশ হয়ে উঠবে এবং স্বর্ণ নারী এসোসিয়েশন বদ্ধপরিকর মানবিক কল্যাণে কাজ করে যাবে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে এভাবেই অসহায় মানুষের সেবা করে যেতে বদ্ধপরিকর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বর্ণনারী এসোসিয়েশনের সহ-সভাপতি নাজমুল নাহার, মাহফুজা হাসনাত, মোরশেদা বেগম, স্বামী আরা বেগম, কানিজ ফাতেমা, হাসমিন আক্তার এনি, ডক্টর সুমার পিতা ঘোষ তানিয়া, ডক্টর ফ্লোরা সাফি, শমশে আর বিলকিস, শামসুন্নাহার সিরিনা বেগম, প্রমুখ।