রংপুরে ইসি কর্মকর্তাদের কর্মবিরতি
সারাদেশের ন্যায় রংপুরেও জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনে রাখার দাবিতে মানব্বন্ধন ও কর্মবিরতি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন অনার্স এ্যাসোসিয়েশন রংপুর।বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক সার্ভার স্টেশন রংপুর কার্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা এ অবস্থান কর্মসুচী পালন করে। এসময় বক্তারা বলেন নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাওয়ায় সারাদেশে একযোগে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। দুর্নীতির মোড়লেরা চক্রান্ত বন্ধ না করলে আগামীতে আরো কঠোর কর্মসুচীর হুশিয়ারি দেন কর্মকর্তাবৃন্দ।অপর দিকে এনআইডি সেবা বন্ধ থাকায় বিড়ম্বনায় পরেন সেবাগ্রহীতারা।