জমে উঠেছে রংপুরে ঈদের কেনাকাটা

১৩ মার্চ ২০২৫, বিকাল ৫:২০ সময়
Share Tweet Pin it
[জমে উঠেছে রংপুরে ঈদের কেনাকাটা]

রমজান মাসের আজ ১২ দিন আর বাকী কয়েকদিন।দরজায় কড়া নাড়ছে ঈদ সামর্থ্য যাই থাকুক ছেলেমেয়ে এবং নিজের আত্মীয়স্বজনের নতুন জামাকাপড় কিনতে বিভাগীয় নগরী রংপুরের বড় বড় শপিংমল আশপাশের মার্কেটে ঢল নেমেছে মানুষের সকাল থেকেই শুরু হয় কেনাকাটা হাজার হাজার মানুষের ভিড় ঠেলেই পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারামার্কেট, শপিং সেন্টার, বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সব জায়গায় চলছে জমজমাট বেচাকেনা রংপুর নগরীর জেলা পরিষদ কমিউনিটি মার্কেট থেকে শুরু করে সুপার মার্কেট,পায়রা চত্বর,জাহাজ কোম্পানি শপিং কমপ্লক্স,গোল্ডেন টাওয়ার, সিটি প্লাজা,মতিপ্লাজাসহ শহরের বিভিন্ন এলাকায় মার্কেট গুলোতে কেনাকাটার চিত্র চোখে ড়ার মতোএছাড়াও বিভাগের আট জেলার মানুষ নতুন ডিজাইনের ভালো পোশাক কেনার আশায় ছুটে আসছেন বিভাগীয় শহর রংপুরেঈদের দিন যত এগিয়ে আসবে আরো ক্রেতার পরিমাণ বাড়বে বলে জানান তারা