রসিকঃ আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

মাহফুজ আলম প্রিন্স,রংপুর।।

১৩ মার্চ ২০২৫, বিকাল ৫:২২ সময়
Share Tweet Pin it
[রসিকঃ আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন]

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ৩৩ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ক্যাপস্যুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন রসিক প্রধান নির্বাহী উম্মে ফাতিমা। বৃহস্পতিবার সকালে রসিক কনফারেন্স হলরুমে এক সাংবাবিদক সন্মেলনে  তিনি আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন প্লাস ক্যাম্পেইন সফল করতে নগরবাসীর প্রতি আহবান জানান। এবারে থেকে ১১ মাস বয়সী ২০ হাজার শিশুকে নীল ১২ থেকে ৫৯ মাস বয়সি লাখ ১৪ হাজার জন শিশুকে লাল রং এর ভিটামিন ক্যাপস্যুল খাওয়ানো হবে বলেও জানান রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান।