রসিকঃ আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ৩৩ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন রসিক প্রধান নির্বাহী উম্মে ফাতিমা। বৃহস্পতিবার সকালে রসিক কনফারেন্স হলরুমে এক সাংবাবিদক সন্মেলনে তিনি আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে নগরবাসীর প্রতি আহবান জানান। এবারে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার শিশুকে নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সি ১ লাখ ১৪ হাজার জন শিশুকে লাল রং এর ভিটামিন ক্যাপস্যুল খাওয়ানো হবে বলেও জানান রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান।