বেরোবিতে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জায়ীদ-রিফাত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৭০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আবুল খায়ের জায়ীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সাফওয়ান মাহির রিফাত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৫টায় ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন জেলা সমিতির উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক।
কমিটিতে সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তমাল চন্দ্র বিশ্বাস, মো. সাব্বির হোসেন, মো. সাইদ হাসান নাফি, কাউছার আহমেদ, ইসরাত জাহান তন্নী, জয় খান, আবু নাইম, নুপুর আক্তার, মো. হাসিবুল হাসান প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি মো. আবুল খায়ের জায়ীদ বলেছেন, আমি আনন্দিত যে, আপনাদের ভালোবাসায় ময়মনসিংহ জেলা সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করতে পেরেছি। ‘চলো মাটির টানে, ভ্রাতৃত্বের বন্ধনে’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে চাই। একসঙ্গে কাজ করে ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখতে সবার সহযোগিতা কামনা করছি। জয় হোক ঐক্যের।নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাফওয়ান মাহির রিফাত বলেন, ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, বরং এটি একটি বড় দায়িত্ব। আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে আমাদের সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে পারবো। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি।