গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

১০ মার্চ ২০২৫, বিকাল ৭:২২ সময়
Share Tweet Pin it
[গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন]

গঙ্গাচড়া(রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে  গতকাল সোমবার সকালে পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপন মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ aহাসান মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, উপজেলা পাট কর্মকর্তা রেজাউল করিম, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, এনজিও, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন